স্বাগতম

শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা

images description

শাহজাদপুরের ভৌগলিক অবস্থান, নদী-নালা, মাঠ-প্রান্তর এবং মানুষের বিচিত্র জীবন প্রবাহ নানা আবর্তে পরিচালিত। শাহজাদপুরের তাঁতশিল্প ও দুগ্ধশিল্পকে কেন্দ্র করে অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে উঠেছে। শাহজাদপুরে তাঁত শিল্পের ব্যপক প্রসারের বিষয়টি সারা বংলাদেশে পরিচিত। সরকারী হিসাব অনুযায়ী এখানকার তাঁতের সংখ্যা ৪৫০৮৫। এখানকার তাঁতশিল্পের উৎপাদিত পণ্যের মধ্যে শারি ও লুঙ্গির দেশে ব্যপক সুনাম রয়েছে।

এখানকার দ্বিতীয় প্রধান শিল্প হচ্ছে দুগ্ধশিল্প। বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্কভিটা’র সবচেয়ে বড় কারখানাটি শাহজাদপুরে অবস্থিত। এই কারখানায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ছাড়াও দুগ্ধজাত ঘি, মাখন, আইসক্রিমসহ নানা পণ্যের উৎপাদন হচ্ছে। মিল্কভিটার প্রায় শতকরা আশি ভাগ দুধ শাহজাদপুরে বিভিন্ন অঞ্চলের কৃষকদের দুগ্ধ খামার থেকে সরবরাহ করা হয়। এই দুগ্ধ খামারের সংখ্যা প্রায় ৮৪৬৮টি। এসব খামারে উন্নত জাতের গাভী পালন করা হয় এবং এর কোনো কোনো গাভী থেকে দিনে প্রায ৩০ লিটার দুধ পাওয়া যায়।

ইভেন্ট

শাহজাদপুর উৎসব ২০২২

শাহজাদপুর উৎসব ২০২২

নাম নিবন্ধন করুন